মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০০৯

Allok-Aftab



নতুন চুক্তি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যেও নির্বাচকদের প্রায়ই একটা কথার জবাব দিতে হচ্ছে—আইসিএল ক্রিকেটারদের খবর কী? ‘আইসিএল ক্রিকেটার’ মানে আইসিএল থেকে ফেরা অলক কাপালি-আফতাব আহমেদরা। তাঁরা আবার কবে জাতীয় দলে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কি না, সেসব নিয়ে অনেকেরই কৌতূহল।
ডিসেম্বরে শেষ হচ্ছে আইসিএল ক্রিকেটারদের ‘কুলিং পিরিয়ড’। বিসিবির দেওয়া শর্ত অনুযায়ী তার আগে তাঁদের জাতীয় দলের বিবেচনায় আসার কথা নয়। তবে দলের প্রয়োজন আর পারফরম্যান্স যদি একই বিন্দুতে মিলে যায়, জানুয়ারিতে ভারত-শ্রীলঙ্কাকে নিয়ে তিন জাতি সিরিজ বা এরপর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ঢাকা ওয়ারিয়র্সের কারও জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটলেও ঘটতে পারে।
দেশের ক্রিকেটে ফিরেই যে শাহরিয়ার নাফীসরা জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছেন, ব্যাপারটা তেমন নয়। তাঁদের লক্ষ্য—স্বপ্ন সবই বাস্তবতার ওপর দাঁড়িয়ে। সবাই এক বাক্যে বলছেন, ‘আগে আমাদের ঘরোয়া ক্রিকেটে পারফরম করতে হবে।’ ওপেনার নাজিমউদ্দিন তো মেনেই নিয়েছেন, প্রত্যাশিত পারফরম্যান্স এখনো দেখাতে পারেননি প্রিমিয়ার লিগে, ‘জাতীয় দলে ফিরতে ভালো পারফরম করতে হবে। আমার এখনো সে রকম পারফরম্যান্স হয়নি। তবে প্রিমিয়ার লিগে আরও ম্যাচ আছে, এরপর জাতীয় লিগ। ভালো করার সুযোগ আছে।’ লিগে গাজী ট্যাংকের হয়ে আট ম্যাচ খেলে এখন পর্যন্ত নাজিমের রান ১৮৪। ২০১০ সালে দেশে-বিদেশে অনেক খেলা বাংলাদেশের। তবে চট্টগ্রামের এই তরুণের লক্ষ্য সুদূরপ্রসারী, ‘আমার টার্গেট ২০১১ বিশ্বকাপ। বিশ্বকাপের মধ্যেই দলে ফিরতে চাই।’
গাজী ট্যাংকে নাজিমউদ্দিনের অধিনায়ক অলক কাপালিও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন। লিগে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে রান করেছেন ১৮২। ‘দলের চাহিদা অনুযায়ী আমার ব্যাটিংটা ভালো হচ্ছে না। তার পরও একটা ম্যাচে রান পেয়েছি, একটাতে অপরাজিত ছিলাম। লিগের বাকি ম্যাচগুলো আর এবারের জাতীয় লিগটাও আমার জন্য গুরুত্বপূর্ণ’—বলেছেন অলক। বাংলাদেশ দলের বর্তমান চেহারা দেখে তিনি যেন এটাও বুঝতে পারছেন, শুধু ভালো খেলেই ফেরা যাবে না। লুকিয়ে আছে একটা সূক্ষ্ম লড়াইও, ‘জাতীয় দলে খেলার টার্গেট সবারই থাকে। কিন্তু বাংলাদেশ দলে এখন যারা খেলছে সবাই ভালো পারফরম করছে। আমাদের ফিরতে হলে ওদের চেয়ে ভালো খেলতে হবে।’
অলক, নাজিমউদ্দিন ছাড়া গাজী ট্যাংকে আছেন আইসিএলের শাহরিয়ার নাফীস ও ফরহাদ রেজা। আট ম্যাচে ৩৩৭ রান, আইসিএল-ফেরত ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো ফর্ম শাহরিয়ারেরই। ব্যাট হাতে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী বলছেন নিজেকে, ‘মনে হচ্ছে আমার ব্যাটিংটা আগের চেয়ে ভালো হয়েছে এখন। বয়স, অভিজ্ঞতা মিলিয়ে আমি এখন আগের চেয়ে ভালো খেলছি। বড় কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থেকেও থাকে খেলতে খেলতেই সেটা ঠিক হয়ে যাবে।’ অলক-নাজিমউদ্দিনের মতো জাতীয় দলে ফেরা নিয়ে তাড়াহুড়া নেই তাঁরও, ‘ভালো পারফরম করতে পারলে সুযোগ সব সময়ই থাকবে। এ রকম কোনো টার্গেট নেই যে অমুক সিরিজেই খেলতে হবে। যত পারব খেলব। সামনে যে খেলাই আসে প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ—আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। একটা সিরিজ নিয়েই ভাবলে ঠিক হবে না।’
আট ম্যাচে ২৪৭ রান, তার পরও হাবিবুল বাশারের সঙ্গে আইসিএলের অন্য ক্রিকেটারদের মূল পার্থক্য হলো জাতীয় দলে ফেরার চ্যালেঞ্জটা নেই তাঁর সামনে। টেস্ট খেলার চিন্তা এখনো মাথা থেকে ঝেড়ে না ফেললেও ওয়ানডে আর খেলবেন না বলে আগেই জানিয়েছেন। হাবিবুলের ঘরোয়া ক্রিকেটে খেলাটা তাই কেবলই খেলার টানে, ‘প্রথম কথা আমি পেশাদার ক্রিকেটার। যে কাজই করি পেশাদার হিসেবে একটা তো দায়িত্ব থাকেই। খেলার প্রতি উত্সাহের তাই অভাব হয় না।’
উত্সাহে ঘাটতি নেই তাপস বৈশ্যেরও। অনেক পেসারের ভিড়ে আবার জাতীয় দলে ফেরা কঠিন, সিলেটের এই বোলার তার পরও বলছেন, ‘আমি নিজেও জানি এখন প্রতিযোগিতা বেড়ে গেছে। তার পরও যদি বোর্ড মনে করে, তাপসকে আবার দেখা যায়, সেটা আমার জন্য ভালো হবে। বলছি না যে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটই খেলতে হবে আমাকে। যেকোনো পর্যায়ের ক্রিকেটেই আমি নিজের সেরা সামর্থ্য দিয়ে টিকে থাকতে চাই।’ তবে লিগে এখন পর্যন্ত ৩০২ রান করা আফতাবের চিন্তায় কেবলই ঘরোয়া ক্রিকেট, ‘আগে এখানে ভালো করি। তারপর জাতীয় দলের চিন্তা।’
ফরহাদ রেজা, মোহাম্মদ শরীফ আর মোশাররফ হোসেন—এই তিন বোলিং অলরাউন্ডারই জাতীয় দলে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে অন্য সতীর্থের মতো একই সুর তাঁদের কণ্ঠেও—আগে ঘরোয়া ক্রিকেটে প্রমাণ করতে হবে নিজেদের। ‘খুব দ্রুতই জাতীয় দলে ফিরতে হবে সে রকম কোনো টার্গেট নেই। সামনে জাতীয় লিগ, প্রিমিয়ার লিগের আরও কিছু ম্যাচ বাকি আছে। ভালো খেলতে থাকলে সুযোগ তো অবশ্যই আসবে’—বলেছেন ফরহাদ। শরীফের চেষ্টা বোলিং-ব্যাটিং মিলিয়েই জাতীয় দলে নিজের অপরিহার্যতার প্রমাণ দেওয়া, ‘আমি চেষ্টা করছি অলরাউন্ডার হিসেবে ভালো করতে। পারফর্মও খারাপ করছি না মনে হয়। জাতীয় দলে অনেক দিন খেলেছি, আবারও খেলতে চাই।’
মোশাররফকে দেশের ক্রিকেট থেকে মাঝখানের বিচ্ছিন্নতা দিচ্ছে নতুন সূচনার উপলব্ধি। নতুন করে সব শুরু করতে চান এই বাঁহাতি স্পিনার, ‘যতদূর জানি বোর্ড আমাদের ব্যাপারে উদারই আছে। তবে আমাদের পারফরম করে ফিরতে হবে। আমি বিষয়টাকে আগের মতোই নিয়েছি। আগে যে রকম ঘরোয়া ক্রিকেটে ভালো করে জাতীয় দলে আসতে হয়েছে, এখনো সেটাই করতে হবে।

শুক্রবার, ২০ নভেম্বর, ২০০৯

ads


বুধবার, ১৮ নভেম্বর, ২০০৯

sakib all hassan

eÞai gwvlwËbmy x¢ßËKUwk xpËoËg KwDxëU x¢ßËKËU ÌLlËZ jwËâQd owxKg Awl pwowd„ BvløwË«k KwDxëU x¢ßËKU Kõwg IkýUwkmwtwËkk oËŠ P×x£ß KËkËQd G owrw RwMwËdw AlkwD«wk„ IkýUwkmwtwk ZwËbk xgËbxm ÌLËlwtwËrk ÌKwUwt P×x£ßg¦ KËkËQ gwvlwËbËmk AxcdwtKËK„ “KwDxëU x¢ßËKËU ÌLlwk oÖËjwM ÌeËt hynY LÖxm„ ZËg Awiwk iÔl bwxtZò pËâQ ILwËd xMËt hwËlw ÌLlw„ jwËZ Awiwk hwËlw ÌLlw ÌbËL Ikw gwvlwËbËmk Adøwdø x¢ßËKUwËkk eÞxZI AwMÞpy pËt IËV„” xhowk gøwewk xiËU ÌMËl AwMwiy gQk RÖËd gwvlwËbËmk Bvløw« ofk ÌmËnB owxKg Zwk KwDxëU bËl ÌjwM ÌbËgd„
IkýUwkmwtwËkk x¢ßËKU exkPwlK xýUh ÌkwWo xdËRI owxKËgk iËZw xgmðËokw AlkwD«wkËK bËl UwdËZ ÌeËk hynY AwdxëbZ„ ÌkwWo gËld, “xKQÖxbd cËkB owxKËgk DdíxZ lqø KkxQlwi„  Ìo Ìj GKRd LÖg hwËlw x¢ßËKUwk Zw exkûKwk„ Zwk gZêiwd køwx‰vI Ìo KawB gËl„ ZwQwrw owfËløk Rdø I ixktw„ Ik AlkwD« ÑdeÖYø AwiwËbk ZkØY GB blxUk Rdø Ìi#oÖi ÌmËn hwËlw flB gËt AwdËg„” owxKËgk pËt IkýUwkmwtwËkk oËŠ ÌjwMwËjwËMk bwxtZò ewld KËkd owxKËgk GËRëU kg AøwmIËtl„ Btwd Ìgwawi, Bikwd Lwd Ggv Kxel ÌbËgk iËZw xgLøwZ x¢ßËKUwkkw ÌLËlËQd IkýUwkmwtwËk„

রবিবার, ১৫ নভেম্বর, ২০০৯


The government has decided to produce low-cost land phone and mobile phone sets, laptop and different telephone tools and machinery in the country.
Under the imitative, Bangladesh Telephone Shilpa Sangstha (BTSS) has already floated an international tender to procure necessary technology and equipment from abroad, according to sources in the Ministry of Post and Telecommunications.
The state-run company would be the first in Bangladesh to manufacture and market cellular phones early next year and in the process reduce dependence on import in the fast growing telecom sector, a well placed official source said. He said the BTSS mobile phone was expected to be available in the market by February next.
“The price range of the hand-sets will be between Tk 1,500 and Tk 10,000, depending on their options and features,” said the official.

music || download || move || video ||

www.arifulislam.com
www.mlmarif.blogspot.com

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০০৯

link

mlm news
music
earn money
news

Freebyte's Guide to...Earning moneyon the web


Introduction
Work from home, make money from your Website, join affiliate programs, summer jobs, seasonal jobs, get paid to take online surveys, get paid by reading email, get paid by surfing the Web, money making tutorials, earn revenue by placing ads on your Website, advertisement programs, get a fee to refer customers, receive commission for offering custom builds, etc.
Music
Earn money

বুধবার, ১১ নভেম্বর, ২০০৯

আমাদের কচুয়া



কচুয়া চাঁদপুর জেলার অন্তরগত একটি থানা । এই থানায় পায় ( এক লক্ষ চলি্লশ হাজার লোক বসবাস করে) কচুয়ায় একটি পলিটেকনিকেল কলেজ আছে। কচুয়ার অন্তরগত দুইটি বড় বাজার আছে সাচার ও রহিমানগর। কচুয়ার উত্তরে সাচার দক্ষিনে রহিমানগর , কচুয়া থানার এক নং উইনিয়ান সাচার । সাচার একটি ক্যাম্প আছে ,


বাজারের পশ্চিমে :-
একটি প্রাথমিক বিদ্যালয় আছে এর পাসে সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় আছে এই স্কলে শিক্ষার মান খোব ভালো ।
এই স্কলে রহেছে কারিগরি ( ভোকেশনাল ) সাখা , শিক্ষকের সংখ্যা প্্রায় ( পচিশ ) শিক্ষক গন হচ্ছে- বটু কৃষ্ণ বসু , মো: আব্দুল লতিফ , মো: আব্দুল মান্নান , হাজি মো: আজিয , মো: জসিম উদ্দিন , মো: সালম পাটোয়ারি , মো: নুরে আলম , মো: ফারুক আহমদ , মো: মুশারফ হোসেন , মো: শাহালম , মো: মফিজুল ইসলাম , মো: খোরসেদ আলম ,
শ্্রী লক্ষণ বাবু , শ্্রী গনেস বাবু , শ্্রী বিদু বাবু , ................... । আর আছে ডাক বাংলো , কলেজ , জগনাথ মন্দির , কালি মন্দির , লোকনাথ মন্দির , বিক্ষাত কাঁঠের রথ ও জমিদার বাড়ি এর পশ্চিমে বড় দুইটি হাসপাতাল।


বাজারের দক্ষিনে :-
এলাকার যোগাযোগ ব্যাবস্তা উন্নয়নের লক্ষে সরকারি টিএ্যান্টি টাওয়ার ও অফিস করা হয়েছে। আরো আছে কলাকোপা ভূইয়া পযেক্ট এতে রহেছে একটি হাসপাতাল একটি মসর্জিদ এতিমখানা ও পর্াক ইহাতে দৃষ্টি আর্করসনিয় জীব - জন্তু ।
To download Unicode Bangla fonts from the www.ekushey.org/projects/otf_bangla_fonts/.

ভুমি আইনের সংক্ষিপ্ত ইতিহাস



এই উপমহাদেশে সম্রাট শেরশাহ র্সবপ্্রথমে কবুলিয়ত ও পাট্রা প্রদানের মাধ্যমে ভুমিতে কৃষকের মালিকানা নিশ্চিত করেন এবং ভুমির জন্য দেয় খাজনার পরিমান নিশ্চিত করে দেন যাতে সন্দেহ ও উৎপীড়নের কোন সুযোগ না থাকে ।
সম্রাট আকবর শেরশাহ কর্তৃক প্রবর্তিত পদ্ধতির আরও উন্নতি বিধান করেন।
পরবতর্ীকালে এ দেশের শাকসগন এবং ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলার দেওয়ানী লাভের পরেও দেশীয় এজেন্টদের মাধ্যমে উক্ত নীতি ও পদ্ধতি অনুসরন করে। ১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্ণল জেনারেল নিযুক্ত হয়ে আসেন এবং রাজস্ব আদায়ের পূর্বতন প্রথা পরিবর্তন করে সবের্াচ্চ ডাগকারীর নিকট ৫বছর মেয়াদী (৫সাল) জমিদারী বন্দোবস্ত দেন, পরে ১৭৭৭ সালে বার্ষিক ভিওিতে বন্দোবস্ত দেন।পাঁচ সাল ও এক সাল ন্যায় স্বল্পকালীন বন্দোবস্ত প্রথা রাজস্ব আদায়কারি জমিদারগনকে একটা অনিশ্চি ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তারা কৃষকের অবস্থা ও ফসল উৎপাদনের বিষয় বিবেচনা করে উচ্চহারে রাজস্ব আদায় করতে লাগলেন। তারা এজন্য কৃষকদের উপর অত্যাচার ও উৎপীড়ন চালাতে দ্বিধা বোত করতেন না, ফলে সকল শ্রেনীর মধ্যে একটি তীব্র অসন্তোষ দেখা দেয়।এই অবস্থা দূরীকরনের জন্য লর্ড কর্নওয়ালিশ ১৭৮৯ সাল দশ সালা বন্দোবস্ত প্রথা চালু করেন এবং ১৭৯৩ সালে ইহাকে চিরস্থায়ী বন্দোবস্ত (permanent settlement) প্রথা হিসেবে বলবৎ করেন। এই পদ্ধতিতে জমিদারগনকে ভুমির মালিক বলে ঘোষনা করা হলে তারা ভুমি ও চাষাবাদেও উন্নয়নের জন্য পুঁজি বিনিয়োগ করবেন, ফলে জমিদার ও প্রজাগনের মধ্যে একটা সদ্ভাব গড়ে উঠবে। তারা মিলিতভাবে বন্যা খরা ইত্যাদি ন্যায় প্রাকৃতিক দুযের্াগ প্রতিরোধের জন্য বাঁধ তৈরী ও সেচের জন্য খাল খনন করে ভুমি ও কৃষির উন্নতি সাধন করবেন।
কিন্তু দুভর্াগ্যবশতঃ তা হল না। যদি তা হলে দীর্ঘ বৎসরের প্রচেষ্টায় বন্যা নিয়ন্ত্রিত হতো, দেশে পাঞ্জাবের ন্যায় শক্তিশালী সেচ ব্যবস্থা গড়ে উঠতো এবং বাংলার পাঞ্জবের ন্যায় শষ্যভান্তর হিসেবে পরিগনিত হতো। ইহার সুফল তাদের সময় এবং অনাগত কালের বংশধরদের জন্য অপরিসীম সুখের কারন হতো।
১৮৭৩ সনে যে কৃষকের কল্যাণের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয়েছিল পরবতর্ীকালে সে কৃষকরাই জমিদারদের দয়ার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়ে। কৃষকরা খাজনাদাতা প্রজা হওয়ার তারা ভুমি হতে যে সময় উচ্ছেদযোগ্য ছিল। পুরাতন জমিদার পরিবারগুলি ধবংস হয়ে যায়, তথার স্থান গ্রহন করে নব্য ধনীক শ্রেনী। এই জমিদার সঙ্গে ক্ষমতাসীন মহলের পারস্পরিক স্র্বাথ-সংশ্লিষ্ট সমর্্পক দ্বারা সুদৃঢ় বন্দনে আবব্দ থাকায় সুযোগে তারা তাদেও দাইত্ব ও র্কতব্য ভুলে গিয়ে ভাগ্য গড়ার জন্য রাজস্ব বৃদ্বি ও আদায়ের জন্য যথেচ্ছাচাওে প্রবৃক্ত হন। ফলে একদিকে জমিদারগনের মর্যদা বৃদ্বি পেতে লাগলো এবং অপরদিকে কৃষক সমাজ ডুবতে থাকলো। জমিদার ও কৃষকগনের মধ্যে সু-সম্পর্ক নষ্ট হয়ে গেল এবং পরস্পর পরস্পরের প্্রতি শত্রু ভাবাপন্ন হয়ে পড়ল। যার ফলে মারা গেলা দেশের অর্থনৈইতিক মূল ভিত 'কৃষি খাত'। ইহার অবশ্যম্ভাবী ফল হলো, প্রায় গোটা ইংরেজ শাসনামল জুড়ে অসংখ্য কৃষক বিদ্রোহের ঘটনা। যদিও চিরস্থায়ী বন্দোবস্থ আইনের শাসনআমল জুরে অসংখ কৃষক বিদ্রোহের ঘটনা। যদিও চিরস্থায়ী বন্দোবস্থ আইনের ৭ম অনুচ্ছেদে রায়ত ও চাষীদেও স্বার্থ রক্ষা,নিরাপত্তা ,কল্যানের জন্য সরকার যখনই মনে করবেন তখনই অনুরুপ আইন বা বিধি প্রণয়ন করতে পারবেন বলে উল্লেক থাকা সত্ত্বেও ৫৬ বৎসরের মধ্যে সরকার চাষীদের কল্যানে এরুপ কোন ব্যবস্তা গ্রহন করেন নাই। এই গুরুতর পরিস্থিতিতে ১৮৫৯ সালে বেঙ্গল ল্যান্ড অ্যাক্ট দ্বারা কৃষকগনের সামান্য স্র্বাথ সংরক্ষনের ব্যবস্থা গৃহীত হয় এবং পরবতর্ীকালে অর্থাৎ ১৮৮৫সনে বিখ্যাত বেঙ্গল টেন্যান্সি অ্যাট পাশ করা হয় এবং ইহা দ্বারা কৃষকদের স্র্বাথ সংরক্ষণ আরও সুদৃঢ় করা হয়।

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০০৯

out a side for 44





Apart from the coloured clothing it looked almost like a Test match was going on when Bangladesh captain Shakib Al Hasan operated his slow bowlers with two slip fielders and the men at the silly positions during the fourth one-dayer against Zimbabwe at the Chittagong Divisional Stadium yesterday.
The home skipper's aggressive field was because the spinners were surprisingly getting good purchase from the track to wrap up the Zimbabwean innings for 44 runs, a best bowling performance for the Tigers after they had dismissed Hong Kong for 105 runs in 2004 Asia Cup in Colombo, although there had a predications from all corner before the match that it would be a good batting track.
Bangladesh top order batsmen did also struggle a little bit to achieve the tiny target but it was ultimately an easy win, in a match which lasted only 36.4 overs, for the home side to confirm the series victory, their fourth consecutive series victory in this year, but it was not the Tigers series victory rather the talking point was the pitch after the match.
The behaviour of the track bamboozled everybody and reminded how risky it is to predict on a track.
The pitch offered plenty of turn and movement, mainly because of early moisture, but it could not only be blamed for the fifth lowest total as the poor shot selections were also reasons behind the debacle not only for Zimbabwe batsmen but also for the local batters. Things could have been much worse for the visitors, who holds the embarrassing lowest one-day total of 35 they made against Sri Lanka at Harare in 2004, had the home side fielders not floored three catches.
But both Bangladesh skipper Shakib and stand-in Zimbabwe captain Hamilton Masakadza had the same opinion that this kind of track was not ideal for one-day cricket.
“When we started playing, we thought it was a flat track but when our spinners came in it was doing a bit and they landed the ball in the right areas. If you look at the result then I guess it's not an ideal one-day track. For a one-day match you would want a pitch where 260-270 runs would be scored and teams would lose by 10-15 runs or win by three wickets. That's the ideal scenario,” said Shakib.
“We certainly did not expect it to turn so much and I am sure Zimbabwe also didn't either. There was sharp turn and the balls that went straight skidded. As all their top order batters were right-handers and our first three spinners were left-armers therefore we had a better chance of getting a result,” he added.
“It was a surprise for all of us to find that much turn. Even umpire Aleem Dar said that going by the look of the wicket it wasn't supposed to have so much spin. I think the early morning moisture had an impact especially with the covers taken of early. It certainly helped the ball grip,” continued the all-rounder.
But Shakib was happy with the outcome at the end.
“But as I have said earlier we have won the series and that's the most important thing. You have got to remember that we are playing at home so we should have home advantage. We know that it will not be that easy for our batsmen to adjust to seaming pitches and therefore wickets are prepared keeping in mind the strength of the home team. When we go to New Zealand we may have three or even four pacers in the playing eleven. It is totally dependent on the conditions. If there is a scope for taking home advantage who wouldn't take it?, “ he said defended the condition.
He also said that the mood was excellent after they dismissed a team for the lowest total against Bangladesh.
“It's a wonderful feeling to be able to bowl out a side for 44. It doesn't happen everyday. I also wanted a 10-wicket win which I think we haven't had before. Disappointed that it didn't happen. Maybe next time! The mood in the dressing room was unique,” he said adding that losing the toss was a blessing in disguise
Masakadza however blamed both the character of the surface and his batsmen's reckless batting.
" It looked like a good batting track but it was too slow for a one day wicket. We misread the wicket today, it was slower than we thought. We did give wickets away, which is something we have been doing throughout the series. It is really disappointing that we are 3-1 down after going one up in the series" said the Zimbabwean stand-in skipper adding that it was not an ideal track for 50-over match.
It was however a special moment for Nazmul Hossain who got the man of the match award despite the spinners dictating terms.



“It is quite understandable that we would have more spinners as that's our strength. I am always happy if I get results. It means the hard work has paid off. It is not fun bowling on flat wickets if you are a pace bowler but I that also makes me more responsible,” said Nazmul, the lone pacer in the match.

Custom Search

Getting traffic

Getting traffic is one of the things that any webmaster is constantly occupied with. Targeted traffic really important because only targeted traffic can give you customers. Website targeted traffic is an absolute must if you expect to make money on the internet. Targeted web traffic means that you are trying to get visitors that are particularly interested in your niche or topic. The more interested the visitor is, the more likely they are to make a purchase. Getting traffic is the easy part believe it or not. But getting targeted traffic is a bit harder. So how do you get traffic?

Getting targeted Web site traffic will entail not only the necessary technical skills and familiarity with trends but also a lot of patience and lost sleep. Some of the really successful Web sites that were built up by their owners from scratch had to dedicate a number of years into designing their Web sites to make it to the top pages of the most popular search engine, Google. One great traffic source to start out with is search engine traffic. Traffic will find you according to what pages of your website have been indexed within the search engines and what keywords visitors using to find your site.

You need to define who your target audience is. Depending on your product, those can be quite different people with their own interests, needs and so on. Thus, you need to know what they need to give it to them by means of your product. And also to attract and actively seek out visitors who are looking for the specific content on your site. You must be able to create your own unique content. Without content, you do not have a website. You may choose to outsource the content if you need a lot of content or articles written in bunches.

You need to find the keywords your customers seek when they need a product, similar to yours. Keywords that will bring you targeted site traffic should be the ones that are most closely related to your product. Here are some tips to determine keywords that will bring targeted customers:

1. Keywords should be directly related to the product
2. Keyword phrases should tend to be more specific
3. Keyword phrases are likely to have such words as buy, order and download.

Focusing your attention to more specific keywords that customers use when wanting to buy a product. This will allow you to have pretty good conversion rates. Make sure that your Web site’s content is always updated with interesting and useful materials to keep the first time visitor coming back for more.

Another method that can be used is bum marketing. This is a great method of writing articles around low competition keywords that can rank highly in the search engines. It’s a great way to get targeted traffic because you can target long tail keywords which are relevant to what you’re customers are looking for. The most easiest way to get quick visitors is through article submission. There are more then a thousand article directories you can submit your articles to and you can do this manually or with the aid of am submission software. This can make your work very easy.

Link with online communities that have a strong following. Make sure that you participate in the correct online forum or message board so that your entry will not be dismissed as an unsolicited advertising material or spam.

You should know very well what are you doing before you spend your first advertising dollar. For all beginners with zero budget is the chance to start online business without any investment. Simply borrow the traffic from the people who already have it. There are many people out there who have large lists of loyal subscribers and website visitors.

The absolute fastest way to get website targeted traffic is to use Google Adwords. These are basically miniature classified ads that appear on the right side of Google’s search results page. This type of advertising is called pay-per-click advertising. Make sure that you really know how to used Adwords or you will waste your money. A warning about pay-per-click advertising. You need to watch your costs and track everything. Even though you can get traffic for as little as a penny, you must track your results. You can blow a huge advertising budget by not paying attention to details.

Marketing your website and promoting it everywhere is the most important way to drive traffic to your website.

সোমবার, ২ নভেম্বর, ২০০৯

blog

e­M wbqwgZ Pvwj‡q †h‡Z n‡e| e­‡M †jLvi Rb¨ Av‡iv A‡bK‡K Avgš¿Y Rvbv‡Z n‡e|



Image


রবিবার, ১ নভেম্বর, ২০০৯

TRAN

শনিবার, ৩১ অক্টোবর, ২০০৯

জিম্বাবুয়ের স্পিন দুর্যোগ চলছেই


নাজমুল হোসেন একটু নিঃসঙ্গ বোধ করতে পারেন। নির্বাচকেরা কন্ডিশনের কথা মাথায় রেখে ১৪ জনের দলে চার পেসার রাখলেন। অথচ কাল সিরিজের তৃতীয় ওয়ানডের একাদশে পেসার শুধু ওই নাজমুল! বাকি তিনজনই বিশ্রামে। বাংলাদেশ দলের সাত বোলারের তালিকায় নাজমুল ছাড়া ছয়জনই স্পিনার! নাজমুল হোসেন একটু নিঃসঙ্গ বোধ করতে পারেন। নির্বাচকেরা কন্ডিশনের কথা মাথায় রেখে ১৪ জনের দলে চার পেসার রাখলেন। অথচ কাল সিরিজের তৃতীয় ওয়ানডের একাদশে পেসার শুধু ওই নাজমুল! বাকি তিনজনই বিশ্রামে। বাংলাদেশ দলের সাত বোলারের তালিকায় নাজমুল ছাড়া ছয়জনই স্পিনার! রেকর্ডের খাতায় এটি নতুন দাগ রাখল কি না কে জানে, তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত উইকেটের স্পিন-বন্ধুতা আর জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের স্পিন আতঙ্কের কথা ভেবেই। যে আতঙ্ক পাঁচ বছরেও কাটিয়ে উঠতে পারেনি আফ্রিকার দেশটি। যে আতঙ্ক জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচগুলোতে বাংলাদেশের বোলিং লাইনআপে নিয়মিতই আনছে অভিনবত্ব।২০০৫ সালের হোম সিরিজে ০-২-এ পিছিয়ে পড়েও শেষ তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ দল। আর শেষ হাসিটা উপহার দিয়েছিল স্পিনাররাই। মোহাম্মদ রফিক, এনামুল জুনিয়র, অকালপ্রয়াত মানজারুল ইসলাম—পুরো সিরিজেই জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের নাকাল করলেন তাঁদের স্পিনের ভেলকিতে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের শেষ ওয়ানডেতে তো তিনজন আর আলাদা আলাদা থাকলেন না, হয়ে গেলেন ‘ত্রয়ী’। আন্তর্জাতিক ক্রিকেটে এক ম্যাচে তিন বাঁহাতি স্পিনার খেলানোর ওই বিরল ঘটনা সিরিজে জিম্বাবুয়ের সহ-অধিনায়ক মুলোলেকি এনকালাকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করল। শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে মুখে বিষণ্ন হাসি ছড়িয়ে বললেন, ‘এর পর বাংলাদেশে এলে বাঁহাতি স্পিনারদের কীভাবে খেলতে হয় সেটা শিখে আসতে হবে।’এনকালার প্রতিজ্ঞা রাখতে পারেনি তাঁর উত্তরসূরিরা। বাংলাদেশি বাঁহাতি স্পিনারদের সামনে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা এখনো আগের মতোই জবুথবু। জিম্বাবুয়েতে খেলে আসা গত সিরিজটার কথাই ধরুন। নিজেদের মাঠেও সাকিব আল হাসান আর এনামুলের বোলিংই বড় আতঙ্ক ছিল জিম্বাবুয়ের কাছে। এ নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটে কত না ফিসফাস! বাংলাদেশ বোলারদের ‘সুবিধা’র কথা মাথায় রেখে কেন উইকেট বানানো হলো, কিছু কিছু আড্ডায় সেটা নিয়েও অনেক গবেষণা।হোম কন্ডিশনেই যখন ওই অবস্থা, তখন এ দেশের উইকেটে বাংলাদেশি স্পিনারদের দাপট তো মানতেই হবে জিম্বাবুয়েকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলতি সিরিজের প্রথম তিন ম্যাচেই টিকে থাকল সেই দাপট। দারুণ ফর্মে থাকা আবদুর রাজ্জাকের তিন ম্যাচে উইকেট—৩, ৫ ও ২। পেসার ডলার মাহমুদের পরিবর্তে কাল তাঁর সঙ্গে যোগ হওয়া আরেক স্পেশালিস্ট স্পিনার এনামুল নিলেন ৩ উইকেট। শুধু কোচ জেমি সিডন্সের কথা মেনেই নয়, পারফরম্যান্স দিয়েও যেহেতু ব্যাটসম্যান সাকিব এখন বাংলাদেশের স্পিন আক্রমণের অন্যতম অস্ত্র—২০০৫ সালের হোম সিরিজের শেষ ম্যাচেরই যেন ছায়া পড়ল কালকের ম্যাচে। রফিক, এনামুল, মানজারুলের মতো কালকের ম্যাচেও ছয় স্পিনারের মধ্যে তিনজনকেই পাওয়া গেল বাঁহাতি—রাজ্জাক, সাকিব, এনামুল। সাকিব কোনো উইকেট পাননি। বাকি তিন স্পিনারের মধ্যে নাঈম ইসলাম ও মাহমুদউল্লাহ নিয়েছেন ১ উইকেট করে।বাংলাদেশের স্পিনারদের উল্টো দিকে জিম্বাবুয়ে দলে সাহসী মানুষ পাওয়া যাচ্ছে একজনকেই—হ্যামিল্টন মাসাকাদজা। বুলাওয়েতে গত সিরিজে সেঞ্চুরি করেছিলেন, কালও রাজ্জাকের স্পিন-বিষে নীল হওয়ার আগে তাঁর ৮৪ রানের ইনিংসটাই জিম্বাবুয়ে ব্যাটিংকে অক্সিজেন দিল। মাসাদাকজার সময় অবশ্য এমনিতেই খুব ভালো যাচ্ছে এখন। বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজের মাঝখানে দেশের মাটিতে কেনিয়ার বিপক্ষে উজ্জ্বল ছিল এই ওপেনারের ব্যাট। ১৫৬, ৬৬, ৪৪, ২৩, ১৭৮*—পাঁচ ম্যাচে ৪৬৯ রান, এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। বাংলাদেশে আসার আগে এ বছর মোট ৯৩৬ রান ছিল মাসাকাদজার নামের পাশে। কালকের ম্যাচের পর সেটি ১০৬৪। রিকি পন্টিংয়ের পর এ বছর ওয়ানডেতে এখন পর্যন্ত এক হাজারের বেশি রান করেছেন কেবল মাসাকাদজাই।কিন্তু শ্রেষ্ঠত্বের প্রশ্নে উত্তুঙ্গ আত্মবিশ্বাসী এই ব্যাটসম্যানও বাংলাদেশের স্পিনারদেরই পক্ষে। প্রতি ম্যাচের আগে-পরে রাজ্জাক-সাকিবদের প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন তিনি। এনকালার মতো জিম্বাবুয়ের এই সহ-অধিনায়কও হয়তো বাংলাদেশ থেকে এবার সেই শিক্ষাটাই নিয়ে যাবেন দেশে—বাঁহাতি স্পিন খেলাটা শিখে আসতে হবে।

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০০৯

ফ্রি এবং ফ্রিওয়্যার সফটওয়্যারের ওয়েবসাইট


কম্পিউটার ব্যবহারকারীদের ব্যবহৃত সফটওয়্যারগুলোর বেশীর ভাগই বিনামূল্যে সংগ্রহ করা। ইন্টারনেট থেকে ডাউনলোড করে অথবা বাজারে পাওয়া সস্তা সিডি কিনে এসব সফটওয়্যার ব্যবহার করা হয়। কিন্তু এসব সফটওয়্যারের মধ্যে থাকে ফ্রি এবং ফ্রিওয়্যার সফটওয়্যার। ফ্রিওয়্যার হচ্ছে সেসকল সফটওয়্যার যেগুলো বিনামূল্যে অনলাইন বা অন্য কোন যায়গা থেকে পাওয়া যায়। এই সফটওয়্যার তৈরীকৃত কোম্পানীর কপিরাইটের অধিকৃত থাকে। কপিরাইট আইন অনুযায়ী এই সফটওয়্যার কেউ বিক্রি বা পরিবর্তন করতে পারবে না। কিন্তু ফ্রি সফটওয়্যার ব্যবহারকারী তার ইচ্ছামত কপি, বিতরণ, পরিবর্তন, পরিবর্ধন বা উন্নতি করতে পারবেন। তারমানে এতে পাইরেসির নাম গন্ধও নেই। আর এসব ফ্রি এবং ফ্রিওয়্যারগুলোর মধ্যে বেশী জরুরী সফটওয়্যারগুলোর রিভিউ এবং ডাউনলোড লিংক পাওয়া যাবে www.freeandfreeware.blogspot.com or www.ajdhbd.net সাইটে।

Earn money via online


Technology is the business extension of science and the greatest technology ever invented is Internet. Some people says the Internet has made more millionaires than any other means in history. Millions of people have found success with internet and millions of people still seeking gold coins on the internet.
Anyway we are not gonna teach you how to be a millionaire or billionaire. We are just trying to let you know that how you can make some money extra

Earn with your own website - You can earn a decent amount of money if you dedicate some advertising space on your website or blog. You will get paid when someone clicks on a ad placed on your website or blog.
Earn for visiting sites - You can Earn a few cents per website you visit, through a specific paid to click network.
Earn by Writing article - There is thousands of websites want to pay you for your article or writings.
Get paid to signup - You can earn some money by joining a website as a member.
Earn from online Games - Play online games and win, you will get a reward by the authority of that site.
Earn from your photos - If you have some photos captured by you, then you can sell them online. Some sites pays you if you upload those on that site.
Earn from your videos - There is also opportunity of earning by uploading your videos.
Work from home jobs - Actually i am talking about freelance and outsourcing jobs with what you can earn your livelihood.
Most of the cases You need to have a Paypal, E-gold or Moneybookers account to receive payments.

Paypal - Paypal is a third party payment processor. It can pay or receive funds one behalf of you, all you need is to open a account with Paypal. But be careful if you are from Bangladesh then Paypal is not for you because Paypal does not support Bangladesh. So don't try to do anything fraud with paypal, you will loose all of your money. Mostly try to avoid Paypal fund receiving option where another payment option is available. If you do not have another option then just contact someone who have a verified paypal account. ask him/her to receive fund on his account for you. Or you can contact some hosting firms to receive fund for you. Learn more on www.paypal.com
E-gold - E-gold is like paypal and it supports any country. just signup and start receiving funds. more on www.e-gold.com
Moneybookers - It is also like paypal and supports all country.
If you have problem regarding this you can mail us (jobaerulkaes at yahoo.com).

Notice:- All websites and services described here is not a part of bangalionline.com. So bangalionline.com is not liable for those sites and services. Try to go ahead on your own risk. May be you get scammed several times but millions of people earning this way. If you can build a good referrals Then you will be able to earn a very good amount of money. Best of luck!

ইন্টারনেট থেকে আয় সংক্রান্ত একটি blog


আমি এমন একটা বিষয়ে টিউন করতে যাচ্ছি যা টেকটিউনসে অত্যন্ত বিতর্কিত। আমি অনেক দিন ধরে টেকটিউনসের পাঠক। ইতিমধ্যে এরকম অনেক পোষ্ট পড়লেও তার সব কযটাই ফালতু। আমার এ টিউনটা ইন্টারনেট থেকে আয় সংক্রান্ত। আমি যে সাইটটার নাম Recommend করব তা হচ্ছে Ciao। এই সাইটটা এমন একটা প্রাটফর্ম তৈরির উদ্দেশে নির্মিত যেখানে কোন Product ব্যবহারকারীরা Product সম্বন্ধে লিখবে এবং মানুষ সরাসরি তাদের কাছ থেকে Product সম্বন্ধে জানবে।
এখন আসা যাক কিভাবে আয় করবেন সে বিষয়ে। এখান থেকে আয় করতে আপনাকে কোন পণ্যের উপর নিজে থেকে Review লিখতে হবে। অবশ্যই যেন তা Copy-Paste না হয়। আপনার Review কেউ একবার পড়লে আপনি পাবেন এক সেন্ট। কেউ আপনার Review কে Very Good ভোট দিলে আপনি পাবেন ৩ সেন্ট, Good দিলে ২ সেন্ট। এভাবে আপনার আয় হবে। নূন্যতম ৫ ডলার হলে টাকা পাওয়া যাবে Paypal এর মাধ্যমে পরবর্তী মাসের মাঝামাঝিতে।
এখন আসা যাক কত আয় সম্ভব সে বিষয়ে। আয় সম্ভব আনলিমিটেড। কিন্তৃ বাস্তবতা হচ্ছে ৩০ ডলার লিগ্যাল পথে আয় করাই কঠিন। উল্লেখ্য, লিগ্যাল পথে। সাভাবিক ভাবেই প্রশ্ন আসে ইলিগ্যাল পথটা কি। Ciao এর মেম্মাররা একে অন্যের Review ভোট করে এবং তা জানিয়ে তাকে ভোট করতে বলে। যারা সাইটটিকে সিরিয়াসলি নিতে চান তারা এটা করবেন না। কারন কোন ভাল সাইট যারা টাকা আসলেই পে করে তারা এ ধরনের স্প্যামিং ধরতে পারলে আপনার একাউন্ট ব্যান্ড করবে। Ciaoও এর ব্যতিক্রম হবে না বলাই বাহুল্য। আপনার আয় ১০-১৫ ডলার হলে হয়তো সমস্যা হবে না। কিন্তু বেশী হলেই ধরা পড়বেন। তাই বলে কম হলেই যে অবশ্যই বেচে যাবেন তা ভাবারও কারন নেই। আমি বলব স্প্যামিং না করে অন্যেরটাতে ভোট এবং কমন্টে করেন, এমনিতেই আপনারটাতে ভোট পড়বে। Community Point বাড়লে এমনিতেই আপনার Review বেশি পড়া হবে।
আপনি লিগ্যাল হলে নিশ্চিত টাকা পাবেন। উল্রেখ্য আমি Adsense Publisher। আমার মতে টাকা আয় নয় বরং নতুনরা(যারা নেট থেকে আগে আয় করেনি) মজা করতেই সাইটটাতে কাজ করে দেখতে পারেন। আমি তিন চারদিন কাজ করে ১৪ ডলার মত হযেছিল। আজ আমার Paypal এ ডলারটা পেলাম। Paypal এ পাওয়ায় আর কিছু না হোক অন্তত Godaddy.com থেকে একটা .com ডোমেইন ১০ ডলারে কিনতে পারব। আমার ভোট Exchange করে এ আয় হয়। আমার ২ বন্ধৃর এ পদ্ধতিতে যথাক্রমে ৩২ ও ৯৬ ডলার হওয়ার পর তারা ব্যান্ড হওয়ায় আমি আর কাজ করিনি। কম হওয়ার কারনেই হয়ত আমাকে ভালভাবে Review করেনি।
যারা Sign Up করতে চান তারা এখানে ক্লিক করুন।
এটা টেকটিউনস্ এ আমার প্রথম পোষ্ট। মোটামুটি আতংক নিয়ে মন্তব্যের জন্য অপেক্ষা করছি। কারন আয় সংক্রান্ত বেশির ভাগ সাইট ভুয়া। এ পোষ্টটা পড়ার পরেও অনেকের মনে প্রশ্ন থাকবে টাকা পাওয়া নিয়ে। তাদের উদ্দেশ্যে বলছি, লক্ষ করুন এখানে কোন অযৌক্তিক কারনে বা ক্লিক করলেই টাকা পাওয়া যায় বলা হচ্ছে না। টাকার অংকটাও কাজ অনুযায়ী বেশী নয়।আমি আমার Paypal এর পেইজ এর ছবি যুক্ত করলাম।
উল্রেখ্য, সাইটটি এখনও Beta পর্যায়ে আছে।আমি আবারও লিখছি, “আপনি লিগ্যাল হলে নিশ্চিত টাকা পাবেন।“আরেকটা কথা, Paypal বাংলাদেশে নেই। যে কারনে আমার Paypal আমার বোনের নামে করা। আমি আরও তথ্য দিতে পারতাম কিন্তু আমার মনে হয় যারা সত্যিকার অর্থে আয় করতে পারবেন তাদের জন্য
এতটুকুই যথেষ্ট।
source:
http://techtunes.com.bd/internet/tune-id/4095/

http://www.musicplusbd.info/

mibile news

mibile 1200 rh-99
01813123638

সংবাদ নিয়ে শীঘ্রই আসছে AJDHbd.net.

সংবাদ নিয়ে শীঘ্রই আসছে AJDHbd.net. রাজধানী, শহর, বিভাগ, জেলা ও থানা ভিত্তিক সাংবাদিক নিয়োগ করা হবে। যারা সংবাদ এর এই ওয়েব সাইটে সাংবাদিকতা করতে আগ্রহী তারা যোগাযোগ করুন। 01923130924.

welcome message, 1st blog

welcome I am ariful Islam From Chandpur.
I would like to write my blog in bangla.
PlugIn.ws - Free Hit Counter, Web Site Statistics, Traffic Analysis