শুক্রবার, ৩০ অক্টোবর, ২০০৯

ফ্রি এবং ফ্রিওয়্যার সফটওয়্যারের ওয়েবসাইট


কম্পিউটার ব্যবহারকারীদের ব্যবহৃত সফটওয়্যারগুলোর বেশীর ভাগই বিনামূল্যে সংগ্রহ করা। ইন্টারনেট থেকে ডাউনলোড করে অথবা বাজারে পাওয়া সস্তা সিডি কিনে এসব সফটওয়্যার ব্যবহার করা হয়। কিন্তু এসব সফটওয়্যারের মধ্যে থাকে ফ্রি এবং ফ্রিওয়্যার সফটওয়্যার। ফ্রিওয়্যার হচ্ছে সেসকল সফটওয়্যার যেগুলো বিনামূল্যে অনলাইন বা অন্য কোন যায়গা থেকে পাওয়া যায়। এই সফটওয়্যার তৈরীকৃত কোম্পানীর কপিরাইটের অধিকৃত থাকে। কপিরাইট আইন অনুযায়ী এই সফটওয়্যার কেউ বিক্রি বা পরিবর্তন করতে পারবে না। কিন্তু ফ্রি সফটওয়্যার ব্যবহারকারী তার ইচ্ছামত কপি, বিতরণ, পরিবর্তন, পরিবর্ধন বা উন্নতি করতে পারবেন। তারমানে এতে পাইরেসির নাম গন্ধও নেই। আর এসব ফ্রি এবং ফ্রিওয়্যারগুলোর মধ্যে বেশী জরুরী সফটওয়্যারগুলোর রিভিউ এবং ডাউনলোড লিংক পাওয়া যাবে www.freeandfreeware.blogspot.com or www.ajdhbd.net সাইটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

PlugIn.ws - Free Hit Counter, Web Site Statistics, Traffic Analysis