বুধবার, ১১ নভেম্বর, ২০০৯
আমাদের কচুয়া
কচুয়া চাঁদপুর জেলার অন্তরগত একটি থানা । এই থানায় পায় ( এক লক্ষ চলি্লশ হাজার লোক বসবাস করে) কচুয়ায় একটি পলিটেকনিকেল কলেজ আছে। কচুয়ার অন্তরগত দুইটি বড় বাজার আছে সাচার ও রহিমানগর। কচুয়ার উত্তরে সাচার দক্ষিনে রহিমানগর , কচুয়া থানার এক নং উইনিয়ান সাচার । সাচার একটি ক্যাম্প আছে ,
বাজারের পশ্চিমে :-
একটি প্রাথমিক বিদ্যালয় আছে এর পাসে সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় আছে এই স্কলে শিক্ষার মান খোব ভালো ।
এই স্কলে রহেছে কারিগরি ( ভোকেশনাল ) সাখা , শিক্ষকের সংখ্যা প্্রায় ( পচিশ ) শিক্ষক গন হচ্ছে- বটু কৃষ্ণ বসু , মো: আব্দুল লতিফ , মো: আব্দুল মান্নান , হাজি মো: আজিয , মো: জসিম উদ্দিন , মো: সালম পাটোয়ারি , মো: নুরে আলম , মো: ফারুক আহমদ , মো: মুশারফ হোসেন , মো: শাহালম , মো: মফিজুল ইসলাম , মো: খোরসেদ আলম ,
শ্্রী লক্ষণ বাবু , শ্্রী গনেস বাবু , শ্্রী বিদু বাবু , ................... । আর আছে ডাক বাংলো , কলেজ , জগনাথ মন্দির , কালি মন্দির , লোকনাথ মন্দির , বিক্ষাত কাঁঠের রথ ও জমিদার বাড়ি এর পশ্চিমে বড় দুইটি হাসপাতাল।
বাজারের দক্ষিনে :-
এলাকার যোগাযোগ ব্যাবস্তা উন্নয়নের লক্ষে সরকারি টিএ্যান্টি টাওয়ার ও অফিস করা হয়েছে। আরো আছে কলাকোপা ভূইয়া পযেক্ট এতে রহেছে একটি হাসপাতাল একটি মসর্জিদ এতিমখানা ও পর্াক ইহাতে দৃষ্টি আর্করসনিয় জীব - জন্তু ।
To download Unicode Bangla fonts from the www.ekushey.org/projects/otf_bangla_fonts/.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন