শনিবার, ৩১ অক্টোবর, ২০০৯

জিম্বাবুয়ের স্পিন দুর্যোগ চলছেই


নাজমুল হোসেন একটু নিঃসঙ্গ বোধ করতে পারেন। নির্বাচকেরা কন্ডিশনের কথা মাথায় রেখে ১৪ জনের দলে চার পেসার রাখলেন। অথচ কাল সিরিজের তৃতীয় ওয়ানডের একাদশে পেসার শুধু ওই নাজমুল! বাকি তিনজনই বিশ্রামে। বাংলাদেশ দলের সাত বোলারের তালিকায় নাজমুল ছাড়া ছয়জনই স্পিনার! নাজমুল হোসেন একটু নিঃসঙ্গ বোধ করতে পারেন। নির্বাচকেরা কন্ডিশনের কথা মাথায় রেখে ১৪ জনের দলে চার পেসার রাখলেন। অথচ কাল সিরিজের তৃতীয় ওয়ানডের একাদশে পেসার শুধু ওই নাজমুল! বাকি তিনজনই বিশ্রামে। বাংলাদেশ দলের সাত বোলারের তালিকায় নাজমুল ছাড়া ছয়জনই স্পিনার! রেকর্ডের খাতায় এটি নতুন দাগ রাখল কি না কে জানে, তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত উইকেটের স্পিন-বন্ধুতা আর জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের স্পিন আতঙ্কের কথা ভেবেই। যে আতঙ্ক পাঁচ বছরেও কাটিয়ে উঠতে পারেনি আফ্রিকার দেশটি। যে আতঙ্ক জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচগুলোতে বাংলাদেশের বোলিং লাইনআপে নিয়মিতই আনছে অভিনবত্ব।২০০৫ সালের হোম সিরিজে ০-২-এ পিছিয়ে পড়েও শেষ তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ দল। আর শেষ হাসিটা উপহার দিয়েছিল স্পিনাররাই। মোহাম্মদ রফিক, এনামুল জুনিয়র, অকালপ্রয়াত মানজারুল ইসলাম—পুরো সিরিজেই জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের নাকাল করলেন তাঁদের স্পিনের ভেলকিতে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের শেষ ওয়ানডেতে তো তিনজন আর আলাদা আলাদা থাকলেন না, হয়ে গেলেন ‘ত্রয়ী’। আন্তর্জাতিক ক্রিকেটে এক ম্যাচে তিন বাঁহাতি স্পিনার খেলানোর ওই বিরল ঘটনা সিরিজে জিম্বাবুয়ের সহ-অধিনায়ক মুলোলেকি এনকালাকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করল। শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে মুখে বিষণ্ন হাসি ছড়িয়ে বললেন, ‘এর পর বাংলাদেশে এলে বাঁহাতি স্পিনারদের কীভাবে খেলতে হয় সেটা শিখে আসতে হবে।’এনকালার প্রতিজ্ঞা রাখতে পারেনি তাঁর উত্তরসূরিরা। বাংলাদেশি বাঁহাতি স্পিনারদের সামনে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা এখনো আগের মতোই জবুথবু। জিম্বাবুয়েতে খেলে আসা গত সিরিজটার কথাই ধরুন। নিজেদের মাঠেও সাকিব আল হাসান আর এনামুলের বোলিংই বড় আতঙ্ক ছিল জিম্বাবুয়ের কাছে। এ নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটে কত না ফিসফাস! বাংলাদেশ বোলারদের ‘সুবিধা’র কথা মাথায় রেখে কেন উইকেট বানানো হলো, কিছু কিছু আড্ডায় সেটা নিয়েও অনেক গবেষণা।হোম কন্ডিশনেই যখন ওই অবস্থা, তখন এ দেশের উইকেটে বাংলাদেশি স্পিনারদের দাপট তো মানতেই হবে জিম্বাবুয়েকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলতি সিরিজের প্রথম তিন ম্যাচেই টিকে থাকল সেই দাপট। দারুণ ফর্মে থাকা আবদুর রাজ্জাকের তিন ম্যাচে উইকেট—৩, ৫ ও ২। পেসার ডলার মাহমুদের পরিবর্তে কাল তাঁর সঙ্গে যোগ হওয়া আরেক স্পেশালিস্ট স্পিনার এনামুল নিলেন ৩ উইকেট। শুধু কোচ জেমি সিডন্সের কথা মেনেই নয়, পারফরম্যান্স দিয়েও যেহেতু ব্যাটসম্যান সাকিব এখন বাংলাদেশের স্পিন আক্রমণের অন্যতম অস্ত্র—২০০৫ সালের হোম সিরিজের শেষ ম্যাচেরই যেন ছায়া পড়ল কালকের ম্যাচে। রফিক, এনামুল, মানজারুলের মতো কালকের ম্যাচেও ছয় স্পিনারের মধ্যে তিনজনকেই পাওয়া গেল বাঁহাতি—রাজ্জাক, সাকিব, এনামুল। সাকিব কোনো উইকেট পাননি। বাকি তিন স্পিনারের মধ্যে নাঈম ইসলাম ও মাহমুদউল্লাহ নিয়েছেন ১ উইকেট করে।বাংলাদেশের স্পিনারদের উল্টো দিকে জিম্বাবুয়ে দলে সাহসী মানুষ পাওয়া যাচ্ছে একজনকেই—হ্যামিল্টন মাসাকাদজা। বুলাওয়েতে গত সিরিজে সেঞ্চুরি করেছিলেন, কালও রাজ্জাকের স্পিন-বিষে নীল হওয়ার আগে তাঁর ৮৪ রানের ইনিংসটাই জিম্বাবুয়ে ব্যাটিংকে অক্সিজেন দিল। মাসাদাকজার সময় অবশ্য এমনিতেই খুব ভালো যাচ্ছে এখন। বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজের মাঝখানে দেশের মাটিতে কেনিয়ার বিপক্ষে উজ্জ্বল ছিল এই ওপেনারের ব্যাট। ১৫৬, ৬৬, ৪৪, ২৩, ১৭৮*—পাঁচ ম্যাচে ৪৬৯ রান, এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। বাংলাদেশে আসার আগে এ বছর মোট ৯৩৬ রান ছিল মাসাকাদজার নামের পাশে। কালকের ম্যাচের পর সেটি ১০৬৪। রিকি পন্টিংয়ের পর এ বছর ওয়ানডেতে এখন পর্যন্ত এক হাজারের বেশি রান করেছেন কেবল মাসাকাদজাই।কিন্তু শ্রেষ্ঠত্বের প্রশ্নে উত্তুঙ্গ আত্মবিশ্বাসী এই ব্যাটসম্যানও বাংলাদেশের স্পিনারদেরই পক্ষে। প্রতি ম্যাচের আগে-পরে রাজ্জাক-সাকিবদের প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন তিনি। এনকালার মতো জিম্বাবুয়ের এই সহ-অধিনায়কও হয়তো বাংলাদেশ থেকে এবার সেই শিক্ষাটাই নিয়ে যাবেন দেশে—বাঁহাতি স্পিন খেলাটা শিখে আসতে হবে।

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০০৯

ফ্রি এবং ফ্রিওয়্যার সফটওয়্যারের ওয়েবসাইট


কম্পিউটার ব্যবহারকারীদের ব্যবহৃত সফটওয়্যারগুলোর বেশীর ভাগই বিনামূল্যে সংগ্রহ করা। ইন্টারনেট থেকে ডাউনলোড করে অথবা বাজারে পাওয়া সস্তা সিডি কিনে এসব সফটওয়্যার ব্যবহার করা হয়। কিন্তু এসব সফটওয়্যারের মধ্যে থাকে ফ্রি এবং ফ্রিওয়্যার সফটওয়্যার। ফ্রিওয়্যার হচ্ছে সেসকল সফটওয়্যার যেগুলো বিনামূল্যে অনলাইন বা অন্য কোন যায়গা থেকে পাওয়া যায়। এই সফটওয়্যার তৈরীকৃত কোম্পানীর কপিরাইটের অধিকৃত থাকে। কপিরাইট আইন অনুযায়ী এই সফটওয়্যার কেউ বিক্রি বা পরিবর্তন করতে পারবে না। কিন্তু ফ্রি সফটওয়্যার ব্যবহারকারী তার ইচ্ছামত কপি, বিতরণ, পরিবর্তন, পরিবর্ধন বা উন্নতি করতে পারবেন। তারমানে এতে পাইরেসির নাম গন্ধও নেই। আর এসব ফ্রি এবং ফ্রিওয়্যারগুলোর মধ্যে বেশী জরুরী সফটওয়্যারগুলোর রিভিউ এবং ডাউনলোড লিংক পাওয়া যাবে www.freeandfreeware.blogspot.com or www.ajdhbd.net সাইটে।

Earn money via online


Technology is the business extension of science and the greatest technology ever invented is Internet. Some people says the Internet has made more millionaires than any other means in history. Millions of people have found success with internet and millions of people still seeking gold coins on the internet.
Anyway we are not gonna teach you how to be a millionaire or billionaire. We are just trying to let you know that how you can make some money extra

Earn with your own website - You can earn a decent amount of money if you dedicate some advertising space on your website or blog. You will get paid when someone clicks on a ad placed on your website or blog.
Earn for visiting sites - You can Earn a few cents per website you visit, through a specific paid to click network.
Earn by Writing article - There is thousands of websites want to pay you for your article or writings.
Get paid to signup - You can earn some money by joining a website as a member.
Earn from online Games - Play online games and win, you will get a reward by the authority of that site.
Earn from your photos - If you have some photos captured by you, then you can sell them online. Some sites pays you if you upload those on that site.
Earn from your videos - There is also opportunity of earning by uploading your videos.
Work from home jobs - Actually i am talking about freelance and outsourcing jobs with what you can earn your livelihood.
Most of the cases You need to have a Paypal, E-gold or Moneybookers account to receive payments.

Paypal - Paypal is a third party payment processor. It can pay or receive funds one behalf of you, all you need is to open a account with Paypal. But be careful if you are from Bangladesh then Paypal is not for you because Paypal does not support Bangladesh. So don't try to do anything fraud with paypal, you will loose all of your money. Mostly try to avoid Paypal fund receiving option where another payment option is available. If you do not have another option then just contact someone who have a verified paypal account. ask him/her to receive fund on his account for you. Or you can contact some hosting firms to receive fund for you. Learn more on www.paypal.com
E-gold - E-gold is like paypal and it supports any country. just signup and start receiving funds. more on www.e-gold.com
Moneybookers - It is also like paypal and supports all country.
If you have problem regarding this you can mail us (jobaerulkaes at yahoo.com).

Notice:- All websites and services described here is not a part of bangalionline.com. So bangalionline.com is not liable for those sites and services. Try to go ahead on your own risk. May be you get scammed several times but millions of people earning this way. If you can build a good referrals Then you will be able to earn a very good amount of money. Best of luck!

ইন্টারনেট থেকে আয় সংক্রান্ত একটি blog


আমি এমন একটা বিষয়ে টিউন করতে যাচ্ছি যা টেকটিউনসে অত্যন্ত বিতর্কিত। আমি অনেক দিন ধরে টেকটিউনসের পাঠক। ইতিমধ্যে এরকম অনেক পোষ্ট পড়লেও তার সব কযটাই ফালতু। আমার এ টিউনটা ইন্টারনেট থেকে আয় সংক্রান্ত। আমি যে সাইটটার নাম Recommend করব তা হচ্ছে Ciao। এই সাইটটা এমন একটা প্রাটফর্ম তৈরির উদ্দেশে নির্মিত যেখানে কোন Product ব্যবহারকারীরা Product সম্বন্ধে লিখবে এবং মানুষ সরাসরি তাদের কাছ থেকে Product সম্বন্ধে জানবে।
এখন আসা যাক কিভাবে আয় করবেন সে বিষয়ে। এখান থেকে আয় করতে আপনাকে কোন পণ্যের উপর নিজে থেকে Review লিখতে হবে। অবশ্যই যেন তা Copy-Paste না হয়। আপনার Review কেউ একবার পড়লে আপনি পাবেন এক সেন্ট। কেউ আপনার Review কে Very Good ভোট দিলে আপনি পাবেন ৩ সেন্ট, Good দিলে ২ সেন্ট। এভাবে আপনার আয় হবে। নূন্যতম ৫ ডলার হলে টাকা পাওয়া যাবে Paypal এর মাধ্যমে পরবর্তী মাসের মাঝামাঝিতে।
এখন আসা যাক কত আয় সম্ভব সে বিষয়ে। আয় সম্ভব আনলিমিটেড। কিন্তৃ বাস্তবতা হচ্ছে ৩০ ডলার লিগ্যাল পথে আয় করাই কঠিন। উল্লেখ্য, লিগ্যাল পথে। সাভাবিক ভাবেই প্রশ্ন আসে ইলিগ্যাল পথটা কি। Ciao এর মেম্মাররা একে অন্যের Review ভোট করে এবং তা জানিয়ে তাকে ভোট করতে বলে। যারা সাইটটিকে সিরিয়াসলি নিতে চান তারা এটা করবেন না। কারন কোন ভাল সাইট যারা টাকা আসলেই পে করে তারা এ ধরনের স্প্যামিং ধরতে পারলে আপনার একাউন্ট ব্যান্ড করবে। Ciaoও এর ব্যতিক্রম হবে না বলাই বাহুল্য। আপনার আয় ১০-১৫ ডলার হলে হয়তো সমস্যা হবে না। কিন্তু বেশী হলেই ধরা পড়বেন। তাই বলে কম হলেই যে অবশ্যই বেচে যাবেন তা ভাবারও কারন নেই। আমি বলব স্প্যামিং না করে অন্যেরটাতে ভোট এবং কমন্টে করেন, এমনিতেই আপনারটাতে ভোট পড়বে। Community Point বাড়লে এমনিতেই আপনার Review বেশি পড়া হবে।
আপনি লিগ্যাল হলে নিশ্চিত টাকা পাবেন। উল্রেখ্য আমি Adsense Publisher। আমার মতে টাকা আয় নয় বরং নতুনরা(যারা নেট থেকে আগে আয় করেনি) মজা করতেই সাইটটাতে কাজ করে দেখতে পারেন। আমি তিন চারদিন কাজ করে ১৪ ডলার মত হযেছিল। আজ আমার Paypal এ ডলারটা পেলাম। Paypal এ পাওয়ায় আর কিছু না হোক অন্তত Godaddy.com থেকে একটা .com ডোমেইন ১০ ডলারে কিনতে পারব। আমার ভোট Exchange করে এ আয় হয়। আমার ২ বন্ধৃর এ পদ্ধতিতে যথাক্রমে ৩২ ও ৯৬ ডলার হওয়ার পর তারা ব্যান্ড হওয়ায় আমি আর কাজ করিনি। কম হওয়ার কারনেই হয়ত আমাকে ভালভাবে Review করেনি।
যারা Sign Up করতে চান তারা এখানে ক্লিক করুন।
এটা টেকটিউনস্ এ আমার প্রথম পোষ্ট। মোটামুটি আতংক নিয়ে মন্তব্যের জন্য অপেক্ষা করছি। কারন আয় সংক্রান্ত বেশির ভাগ সাইট ভুয়া। এ পোষ্টটা পড়ার পরেও অনেকের মনে প্রশ্ন থাকবে টাকা পাওয়া নিয়ে। তাদের উদ্দেশ্যে বলছি, লক্ষ করুন এখানে কোন অযৌক্তিক কারনে বা ক্লিক করলেই টাকা পাওয়া যায় বলা হচ্ছে না। টাকার অংকটাও কাজ অনুযায়ী বেশী নয়।আমি আমার Paypal এর পেইজ এর ছবি যুক্ত করলাম।
উল্রেখ্য, সাইটটি এখনও Beta পর্যায়ে আছে।আমি আবারও লিখছি, “আপনি লিগ্যাল হলে নিশ্চিত টাকা পাবেন।“আরেকটা কথা, Paypal বাংলাদেশে নেই। যে কারনে আমার Paypal আমার বোনের নামে করা। আমি আরও তথ্য দিতে পারতাম কিন্তু আমার মনে হয় যারা সত্যিকার অর্থে আয় করতে পারবেন তাদের জন্য
এতটুকুই যথেষ্ট।
source:
http://techtunes.com.bd/internet/tune-id/4095/

http://www.musicplusbd.info/

mibile news

mibile 1200 rh-99
01813123638

সংবাদ নিয়ে শীঘ্রই আসছে AJDHbd.net.

সংবাদ নিয়ে শীঘ্রই আসছে AJDHbd.net. রাজধানী, শহর, বিভাগ, জেলা ও থানা ভিত্তিক সাংবাদিক নিয়োগ করা হবে। যারা সংবাদ এর এই ওয়েব সাইটে সাংবাদিকতা করতে আগ্রহী তারা যোগাযোগ করুন। 01923130924.

welcome message, 1st blog

welcome I am ariful Islam From Chandpur.
I would like to write my blog in bangla.
PlugIn.ws - Free Hit Counter, Web Site Statistics, Traffic Analysis